Logo

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৪, ০৩:৫৬
63Shares
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

ক্যাম্পের মেইন-ব্লক-সি ও সাব-ব্লক-সি/৬ এ অভিযান চালানো হ

বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন-ব্লক-সি ও সাব-ব্লক-সি/৬ এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরাররা হলেন, ওই ক্যাম্পের নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৬), একই ক্যাম্পের মেইন-ব্লক-ডি, সাব-ব্লক-ডি/২ এর সোনা মিয়ার ছেলে মোহাম্মদ শফিক (৩৩)।

বিজ্ঞাপন

অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। ক্যাম্পটির মেইন-ব্লক-সি, সাব-ব্লক-সি/৬ ও মেইন-ব্লক-ডি, সাব-ব্লক-ডি/২ থেকে দুইজন রোহিঙ্গাকে তাদের শরীরে অভিনব কায়দায় লুকানো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলির খোসা ও ২টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের অস্ত্রসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD