Logo

সীমান্তে হত্যা কোন মিমাংসা নয়: বিজিবি মহাপরিচালক

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৪, ০৬:২৩
66Shares
সীমান্তে হত্যা কোন মিমাংসা নয়: বিজিবি মহাপরিচালক
ছবি: সংগৃহীত

সীমান্তে হত্যা কোন মিমাংসা নয়

বিজ্ঞাপন

সীমান্তে হত্যা কোন মিমাংসা নয়, অরৈধ অনুপ্রবেশ করলে  বিএসএফ তাদেরকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো বলে জানান বিজিবি মহাপরিচালক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সীমান্তের লোকজন যেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ না করে। সে ব্যাপারে সচেতনতা বাড়ানো  হচ্ছে। জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতা বৃদ্ধি করা ও তাদের বিকল্প আয়ের ব্যবস্থাও করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ সময় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির উদ্যোগে  বন্যাদুর্গত এলাকার ২৫০ টি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তৈল, আলু, চিড়া সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এর আগে তিনি তিনবিঘা কড়িডোর ও দহগ্রাম আঙ্গোরপোতা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD