Logo

জামালপুরে পানিতে ডুবে প্রাণ গেল ৪ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুলাই, ২০২৪, ০৬:১৭
80Shares
জামালপুরে পানিতে ডুবে প্রাণ গেল ৪ জনের
ছবি: সংগৃহীত

রবিবার বিকেলে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির ৩ শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমিতে বন্যার

বিজ্ঞাপন

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় বন্যার পানিতে  গোসল করতে গিয়ে চারজন মারা গেছে। বন্যার পানিতে গোসল করতে নেমে ওই চারজনের মৃত্যু হয়েছে। 

রবিবার (১৪ জুলাই) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ। নিহত ব্যক্তিরা হলেন- দক্ষিণ বালুচর এলাকার দিশা আক্তার (১৭), সাদিয়া (১০), খাদিজা (১০) ও রোকশানা (২৫)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির ৩ শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে হঠাৎ করেই চারজন পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় দূরে থাকা এক কিশোরী তাদের তলিয়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে এসে ডাক-চিৎকার করে খবর দেন। খবর পেয়ে লোকজন গিয়ে দেখেন মরদেহ পানিতে ভেসে উঠেছে। এ সময় বেঁচে ফেরে মারিয়া (১২) নামের এক শিশু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছে, অল্প পানিতেই সবাই গোসল করতে গিয়েছিল। এই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা একেবারে আশ্চর্যজনক। এর মধ্যে আগামী শুক্রবার দিশার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় ইউপি সদস্য আজাদ গণমাধ্যমকে আলী বলেন, দুপুরে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD