বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২৪ অনূর্ধ্ব ১৭ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

প্রধান অতিথি বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন
বিজ্ঞাপন
বাগেরহাটে জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ২০২৪ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বিকাল ৪ টায় কাড়াপাড়া পল্লীমঙ্গল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খেলায় ১ নং কাড়াপাড়া ইউনিয়ন ও ২ নং বেমরতা ইউনিয়ন অংশগ্রহণ করে। এই খেলায় ৯০ মিনিটে দুই পক্ষের কারো গোল না করতে পারায় খেলাটি পেনাল্টি শুট আউট পর্বে পৌঁছায়। ২ নং বেমরতা ইউনিয়ন ৪-৩ গোলে জয়লাভ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন খেলার প্রধান অতিথি বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, খেলায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১ নং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, ২ নং বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও শত শত সাধারণ দর্শকবৃন্দ।
বিজ্ঞাপন
এমএল/