Logo

রাজারহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৪, ২৪:৩০
53Shares
রাজারহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে আমগাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রামের রাজারহাটে আমগাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। 

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে, শনিবার (২৪ আগষ্ট) রাতে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারু ভীমশীতলা ভাতিপাড়া গ্রামে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের ইছব আলীর ছেলে নুরনবী (২০) শনিবার রাতে সকলের অগোচরে বাড়ির পাশে ডোবার উপরের আমগাছের ডালের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন ওই দিন গভীর রাতেই তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে মানষিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানান। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ রোবিবার (২৫ আগষ্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে নুরনবীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান আদিলসহ গণ্যমাণ্য ব্যক্তির উপস্থিতে লাশ দাফনের নিদের্শ দিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ছেলেটি মানষিক ভারসাম্যহীন ছিল। হাসপাতালের চিকিৎসার কাগজপত্র রয়েছে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD