Logo

সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৪, ২৩:০৩
34Shares
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন
ছবি: সংগৃহীত

পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে।

বিজ্ঞাপন

প্রায় ৪ দিন আটকা থাকার পর নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছেছে দেড় হাজার পর্যটক। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার কিছু পরে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, আজ সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই। 

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর সহায়তায় ইউপিডিএফের (মূল) ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘটে সাজেকে আটকা পড়া ১৪০০ জন পর্যটককে খাগড়াছড়িতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিক্ষুব্ধ জুম্ম ছাত্রজনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD