Logo

শিক্ষা কমিশন থেকে নাস্তিক, মুরদাত-বামদেরকে সরাতে হবে: মামুনুল হক

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৯
85Shares
শিক্ষা কমিশন থেকে নাস্তিক, মুরদাত-বামদেরকে সরাতে হবে: মামুনুল হক
ছবি: সংগৃহীত

কায়সার মামুন ও সামিনা লুৎফা নামের দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশন থেকে সরাতে হবে

বিজ্ঞাপন

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেন, শিক্ষা ব্যবস্থা নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না। শিক্ষা কমিশন থেকে নাস্তিক, মুরদাত ও বামদেরকে সরাতে হবে। কায়সার মামুন ও সামিনা লুৎফা নামের দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশন থেকে সরাতে হবে। অবিলম্বে শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ ও আলেমদেরকে অন্তভুক্তি করতে হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক আঞ্জুমান ঈদগাহ মাঠে বৃষ্টিভেজা এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিগত ছাত্র জনতার আন্দোলনে গনহত‍্যার বিচার এবং নৈরাজ্যবাদের প্রতিবাদে ময়মনসিংহ জেলা ও মহানগর খেলাফত মজলিসের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

সমাবেশে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মামুনুল হক বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহন করতে চেয়েছিল। বাংলাদেশকে অন্য একটি দেশের অঙ্গ রাজ্যে পরিনত করতে চেয়েছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধংস্ব করার রাজনীতি। এদেশে সম্পদ লুট করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে তলা বিহীন ঝুড়িতে পরিনত করেছে। যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে। আলেম উলামাদের মাহফিলে ১৪৪ ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাঁগ্রস্থ করার চেষ্টা করেছিল। বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলে ১৪৪ ধারা জারি করে বন্ধ করে দিয়েছিল। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এদেশের মানুষের ধর্মীয় ও অথনৈতিক অধিকার ছিনতাই করা হয়েছিল। বাক প্রকাশের অধিকার, ভোটের অধিকার ছিনতাই করে এদেশে এক নায়কতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা। কিন্তু জুলাই এবং আগষ্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ এই ফ‍্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, মুসলিম জাতিস্বত্তা ও ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। সংবিধান থেকে আল্লহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছে। শেখ হাসিনা স্বাধীনতার অঙ্গিকার ভঙ্গ করে সমকামিতাসহ আইন, ধারা, উপধারা আমার দেশের শিক্ষা ব্যবস্থার ওপর চাপিয়ে দিয়েছিল।

বিজ্ঞাপন

সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য তিনি বলেন, শেখ হাসিনার পর ডক্টর ইউনুসের সরকার। আমরা লক্ষ‍্য কিন্তু ভালো দেখতেছি না। ঠান্ডা মাথায় আমরা কথা বলছি আমাদের ভাষা বুঝবার চেষ্টা করেন। সমকামিতা ও অসভ্যতার নোংরামি এই বাংলাদেশে বরদাস্ত করা হবে না। বৈবাহিক সম্পর্কে ধর্ষনের নামে খবরদারি করার চেষ্টা করলে আমরা কারবালা তৈরী করব। প্রয়োজনে আবার রক্ত দিব, আবার শহীদ হব।  

বিজ্ঞাপন

সমাবেশে খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ আমিন, ফজলুর রহমান, আব্দুল মমিন, আবুল হাসনাত জামালী, মুফতি মোস্তাক আহমেদ, মানজির আহসান তাফসির প্রমূখ। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD