Logo

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে জামাই-শাশুড়ি আটক, ফেনসিডিল উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১৩
24Shares
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে জামাই-শাশুড়ি আটক, ফেনসিডিল উদ্ধার
ছবি: সংগৃহীত

মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা ) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮০ বােতল ফেন্সিডিলসহ শাশুড়ি চায়না খাতুন (৩৭) এবং জামাই রাজা মিয়াকে (২০) আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে ফেন্সিডিলসহ আটক করে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত চায়না খাতুন জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী আরিফের স্ত্রী এবং রাজা মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা ) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর এবং চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঔ বাড়ি থেকে ২৮০ বােতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ চায়না খাতুন এবং তার জামাই রাজা মিয়াকে আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD