Logo

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হলেন প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৪, ০৩:৫৫
26Shares
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হলেন প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ
ছবি: সংগৃহীত

ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন ট্রেজারার হলেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। 

রবিবার ২৭ (অক্টোবর) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদিত ও মো. শাহীনুর ইসলাম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের ৯ম ট্রেজারার হিসেবে পূর্বসূরী প্রফেসর তোফায়েল আহমেদ এর স্থলাভিসিক্ত হলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ পদে পদায়ন হওয়ায় অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে শুভেচ্ছা জানান এবং তার সাথে কুশল বিনিময় করেন। নতুন এ ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। 

তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সহকারী পরিচালক পদে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে এবং অত্র বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সালে সহকারি অধ্যাপক পদে যোগদান করে ২০১৪ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান ডিগ্রি (বিএসসি) এবং ২০০২ সালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে প্রথম বিভাগে মাস্টার্স (এমএস) ডিগ্রি এবং অত্র বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে পিএইচডি লাভ করেন এ অধ্যাপক। 

উল্লেখ্য, প্রফেসর ড. আফ্রাদ এ পর্যন্ত ৬ জন পিএইচডি ও ৮৯ জন এমএস গবেষণা শিক্ষার্থীকে সুপারভিশন করেছেন এবং দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ১২৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশনা রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD