Logo

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য রাঙ্গামাটি ভ্রমণের দুয়ার খোলা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪, ০৩:৩৭
39Shares
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য রাঙ্গামাটি ভ্রমণের দুয়ার খোলা
ছবি: সংগৃহীত

“যেহেতু খাগড়াছড়িতে বিধিনিষেধ আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেওয়া হবে

বিজ্ঞাপন

টানা ২৪ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের অন্যতম নৈসর্গিক পর্যটন এলাকা রাঙ্গামাটির পর্যটনের দুয়ার।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পর্যটকদের জন্য রাঙ্গামাটির জেলা উন্মুক্তকরণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা) মো. শামীম হোসেনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে বর্তমানে কোনো সমস্যা নেই।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যেহেতু খাগড়াছড়িতে বিধিনিষেধ আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেওয়া হবে। তাই আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল ৬ অক্টোবর রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সেখানে অনিবার্য কারণবশত পর্যটকগণকে ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সমগ্র রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য রাঙ্গামাটি ভ্রমণের দুয়ার খোলা