Logo

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী গুলিবিদ্ধ

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৪, ০৩:২৪
45Shares
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

তিনি জেলার বিভিন্ন এলাকায় ফেরি করে মশারি বিক্রি করেন

বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তরুণ শেখ (৪৮) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আশরাফ শেখ নামে আরও এক ব্যক্তি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত তরুণ শেখ একই এলাকার মৃত মোশাররফ শেখের ছেলে। তিনি জেলার বিভিন্ন এলাকায় ফেরি করে মশারি বিক্রি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ ব্যবসায়ীর পরিবার ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোররাতে স্থানীয় সাবেক মেম্বার খালেকের ছেলে রিপন, শিপন ও লিটনচোর সহ ৬/৭ জন তাদের সহযোগীদের নিয়ে বেড় কালোয়া এলাকায় তরুণ শেখের বাড়িতে গিয়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় তরুণ শেখের বাম হাতের কব্জির ওপরে এবং আরেকটি গুলি বাম পায়ের হাটুর নিচে লেগে গুরুত্ব আহত হন তিনি। 

পরে আশপাশের লোকজন আহত তরুণ শেখকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

তরুণ শেখের ভাইয়ের ছেলে হামিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সাবেক মেম্বার খালেক ও তার ছেলেরা এলাকায় আধিপত্য বিস্তার করতেই নিরিহ মানুষের ওপর অন্যায়ভাবে নির্যাতন করে আসছে। আজ আমার চাচা তরুণ শেখকে হত্যা করতেই গুলি করা হয়েছে। আমরা এদের দৃষ্টান্তমূলক বিচার চাই।  

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, তরুণ শেখ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম হাতের কব্জির ওপরে এবং বাম পায়ের হাটুর নিচে তিনটি গুলি লেগেছে। এখন তিনি শঙ্কা মুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, থানা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার এমন কোনো ঘটনা ঘটেনি। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD