Logo

এবার নাফনদীর দুই চর ঘিরে বিস্ফোরণের বিকট শব্দ

profile picture
জনবাণী ডেস্ক
৪ নভেম্বর, ২০২৪, ০৪:৪৫
28Shares
এবার নাফনদীর দুই চর ঘিরে বিস্ফোরণের  বিকট  শব্দ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তের ওপারে ৩০ কিলোমিটার জুড়ে রাতভর মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল,

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তের ওপারে ৩০ কিলোমিটার জুড়ে রাতভর মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল, বোমা বিস্ফোরণের বিকট শব্দে নির্ঘুম রাত কাটিয়েছে সীমান্তে বসবাসকারীরা। 

বিজ্ঞাপন

এর মধ্যে রবিবার (৩ নভেম্বর) বিকালে নাফনদীতে দুই দেশের দুইটি চরকে ঘিরে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। এতে নিকটবর্তী টেকনাফ স্থল বন্দরে থাকা শ্রমিক-ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক তৈরি হয়েছে। একই সঙ্গে টেকনাফ সদর ইউনিয়নের কেরুণতলী ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার বাসিন্দাদের মধ্যেও আতংক তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

টেকনাফ সদর ইউনিয়নের কেরুণতলী ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার মাঝামাঝি অবস্থিত টেকনাফ স্থল বন্দর। নাফনদীর তীরে অবস্থিত বন্দরের ঠিক অনুমানিক ২৫-৩০ ফুট পূর্বে বাংলাদেশের নিয়ন্ত্রিত জালিয়াদিয়া নামের চর। জালিয়াদিয়া থেকে পূর্ব উত্তরের অনুমানিক ৫০ ফুট দূরে মিয়ানমার নিয়ন্ত্রিত লালদিয়া নামের চরটি।

বিজ্ঞাপন

রবিবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টা থেকে ঘন্টার বেশি সময় জুড়ে এই চর দুইটি ঘিরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন টেকনাফ সদর ইউনিয়নের কেরুণতলী এলাকার ইউপি সদস্য নজির আহমদ ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার ইউপি সদস্য মোহাম্মদ আলী ।

বিজ্ঞাপন

এই দুই জনপ্রতিনিধি জানিয়েছেন, হঠাৎ করে বিকট শব্দে ভেসে আসলে বন্দরে থাকা শ্রমিক ও ব্যবসায়ীরা এদিক ওদিক ছুটাছুটি করে। এতে আতংকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিস্ফোরণের শব্দে আতংকে ঘর-বাড়ি থেকে বের হয়ে যায় এলাকায় বসবাসরত মানুষও।

দুই জনপ্রতিনিধি জানান, মিয়ানমারের অভ্যন্তরের এখন সংঘাত তীব্র হয়ে উঠেছে। এতে এই চর দুইটি নিয়ন্ত্রণ নিয়ে আরাকান আর্মি ও রোহিঙ্গা গোষ্ঠি আরএসও সদস্যের মধ্যে এই সংঘাত চলছে বলে নানাভাবে শোনা যাচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিকাল সাড়ে ৫ টার পর থেকে শব্দ শোনা যাচ্ছে না।

বিজ্ঞাপন

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী জানিয়েছেন, মিয়ানমারের সংঘাতের জেরে মিয়ানমারের লালদিয়া চরে সংঘাতের খবর পাওয়া গেছে। কারা বা কাদের সাথে সংঘাত বলা যাচ্ছে না। সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সর্তক রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৮ সেপ্টেমর লালদিয়া নিয়ন্ত্রণে নিয়ে সংঘাতে গুলি এসে পড়ে টেকনাফ স্থলবন্দরের কার্যালয়, একটি পন্যবাহি ট্রাক ও স্থানীয় এক ব্যক্তির বসত ঘরে।

 

বিজ্ঞাপন

এ ব্যাপারে কথা বলতে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কোন ধরণের সাড়া দেননি।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD