বেতন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বেতন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
বিজ্ঞাপন
গাজীপুরের কালিয়াকৈরে এলাকায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয়পাশে যানজট তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে শ্রমিকদের অবরোধে সড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উভয় পাশের যানবাহন ও যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন।
বিজ্ঞাপন
আরএক্স/








