Logo

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪০
57Shares
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কোরবান আলী (৩৬) ও তার মেয়ে কুহিলি (১২)। তাদের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামে। কোরবান আলী বাকপ্রতিবন্ধী ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত কোরবান আলীর ভাতিজা মো. মোমিন জানান, সকাল ৮টার দিকে বাকপ্রতিবন্ধী চাচা কোরবান তার মেয়ে কুহিলিকে সঙ্গে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। এরপর সাড়ে ১০টার দিকে চকের ব্রিজ এলাকায় রেল লাইনে বাবা ও মেয়ের দ্বি-খণ্ডিত লাশ স্থানীয়রা দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়।

তিনি আরও জানান, কোরবানের স্ত্রীর সঙ্গে কোরবানের পারিবারিক কলহ চলছিল। শনিবার থেকে কোরবানের স্ত্রী বাড়িতে নেই। কোথায় গেছে সঠিক জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কোরবান মেয়েকে নিয়ে একসঙ্গে আত্মহত্যা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, পারিবারিক কলহের জেরে হয়তো কোরবান মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একসঙ্গে আত্মহত্যা করেছেন। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে থানার ভেতরে তাই তাদের লাশ উদ্ধারের জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুইজনের (বাবা-মেয়ের) লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD