Logo

গোয়াইনঘাটে প্রশাসনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩২
50Shares
গোয়াইনঘাটে প্রশাসনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ছবি: সংগৃহীত

জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল-মামুন

বিজ্ঞাপন

"ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ/ জাফলংয়ের রঙ তুলিতে নতুন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং ফুটবলের প্রসারের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো ‘জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর) উপজেলার জাফলং পিয়াইন নদী সংলগ্ন বালুতটে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল-মামুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে তিনদিন ব্যাপী বিচ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার শাহাজাদ উদ্দিন টিপু, অনূর্ধ্ব-১৯ দলের কোচ নুরই আলম রাহেল, উপজেলা পর্যটন বিষয়ক কনসালটেন্ট মো: আজিজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

প্রকৃতি কন্যা জাফলংয়ের এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে সিলেট ট্যুরিজম ফটোফেস্ট ও পর্যটন উন্নয়ন মেলার বিশেষ আয়োজন রাখা হয়। স্বাগতিক দল জাফলং-পিয়াইন ফুটবল দলসহ সারা দেশ থেকে ২০টি ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় হাজারো দর্শক ও পর্যটকবৃন্দ জমজমাট ম্যাচ উপভোগ করেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD