জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা, কুড়িগ্রামে প্রতিবাদ সভা

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ চার সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী
বিজ্ঞাপন
জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ চার সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে কুড়িগ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণী পত্রিকার ষ্টাফ রিপোর্টার আমিনুর রহমান, দৈনিক আমার বার্তার কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে রাব্বী এ্যান্টনী, আমাদের সময় ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি সৌরভ কুমার ঘোষ, দৈনিক সংবাদ প্রতিদিনের কুড়িগ্রাম প্রতিনিধি আশির্বাদ রহমান প্রমুখ।
সভায় বক্তাগন বলেন- যে সকল দুবৃত্তরা দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ একই পত্রিকার আরো তিন সাংবাদিকের উপর নগ্ন হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্য গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় কুড়িগ্রামের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন এলাকায় দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের উপর হামলা চালায় একদল দুবৃত্ত।
এসডি/