Logo

মির্জাপুরে গুলি করে ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৫, ২৪:১৯
65Shares
মির্জাপুরে গুলি করে ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের দূ'টি ব্যাগভর্তি ৭৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে গরু-মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও হোসেন মার্কেটের উত্তর পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন,রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে পিয়ারোল,একই এলাকার লিটন,মনিরুল ও জেবেল মিয়া। উপজেলার কাইতলা সাপ্তাহিক হাট শনিবার।

জানা যায়,ব্যবসায়ীরা হাটে ২৮টি মহিষ বিক্রি করে প্রাইভেটকার যোগাযোগে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে সন্ধ্যায় পাঁচগাও হোসেন মার্কেট এলাকার কাছাকাছি পৌঁছালে একটি হাইচগাড়ী ও ৮-১০টি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা ব্যবসায়ীদের  প্রাইভেটকারের গতিরোধ করে ফাঁকা গুলি ছুঁড়ে এবং হাতে থাকা পাইপ দিয়ে প্রাইভেটকারটির গ্লাস ভেঁঙে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের দূ'টি ব্যাগভর্তি ৭৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ার ঘাট সড়কে ঢোকে পালিয়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। 

বিজ্ঞাপন

ছিনতাইয়ের এঘটনায় ওই ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। সংবাদ পেয়ে মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোশারফ হোসেন পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে যান।

বিজ্ঞাপন

এবিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোশারফ হোসেন বলেন,সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছিনতাইয়ে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD