Logo

ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে অটোযাত্রীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৫, ২৩:১৩
43Shares
ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে অটোযাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

এলাকায় বালুভর্তি অবৈধ যানবাহন ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ করে

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতির বালুভর্তি  ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত অটোযাত্রী ফিরোজ আলম (৩৭)। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা কামাল আহমেদের ছেলে। 

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরে ড্রাম ট্রাক ও অটোর সংঘর্ষে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট অপোযাত্রী নিহিত ফিরোজ আলম নিহত হন। বিষয়টি নিশ্চিত করেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। 

বিজ্ঞাপন

এ নিয়ে এলাকায় বালুভর্তি অবৈধ যানবাহন ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ করে। এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে ড্রামট্রাকের চলাচল বন্ধ করা হোক। এসময় এলাকাবাসী বলে আর কত দুর্ঘটনা ঘটলে ড্রাম ট্রাকের চলাচল বন্ধ হবে। 

সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাহাদুরপুর এলাকার বাসিন্দা ফিরোজ আহমেদ বুধবার রাত সাড়ে দশটার দিকে অটোচালকের ডান পাশের সিটে বসে বাড়ি ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা ভড়ামারাগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে বহনকারী অটোকে সজোরে ধাক্কা দেয়। অটো থেকে ছিটকে পড়লে, ড্রামট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় তার শরীরের অংশ প্রায় ৩০ মিটার মত ছড়িয়ে পড়ে। ঘাতক ড্রাম ট্রাকটি পরবর্তীতে নতুন হাট নামক জায়গা থেকে পুলিশ জব্দ করে ভেড়ামারা থানায় নিয়ে যায়। ড্রাইভার পালাতক রয়েছে। এ সময় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে আনে। 

বিজ্ঞাপন

 

অটো গাড়ির চালক মো. কাঁলাচাদ জানান, এমন মর্মান্তিক মৃত্যু তিনি জীবনে দেখেন নাই। ড্রাম ট্রাকের গতি এতই বেপরোয়া ছিল যে, সামান্য ধাক্কায় তার পাশে বসা যাত্রী ছিটকে পড়ে। এ সময় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার শরীর রাস্তার  প্রায় ৩০ মিটার ছড়িয়ে পড়ে। তার অটোও ভেঙ্গে চুরমার হয়ে গেছে। 

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি শান্ত করে উপস্থিত এলাকাবাসীর মাঝে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD