Logo

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৫, ১০:২৪
54Shares
যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে
ছবি: সংগৃহীত

যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে

বিজ্ঞাপন

বগুড়ার সারিয়াকান্দি সোনতলা ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, যমুনার পানি বিপৎসীমার ছুঁই ছুঁই করছে। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এজন্য আগামী ৩ দিনের মধ্যেই পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা করছে। এ মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বন্যা হওয়ার আশঙ্কা করছে পাউবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতি বছরই বগুড়ার সারিয়াকান্দিসহ তিন উপজেলার বাসিন্দারা ২ থেকে ৩ বার যমুনা এবং বাঙালি নদীর বন্যার শিকার হয়। এ সময় তারা উঁচু কোথাও, বন্যা আশ্রয়ন কেন্দ্র বা বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় গ্রহণ করেন। বিশালাকৃতির গো চারণভূমি পানিতে নিমজ্জিত হয়ে যায়। এ সময়গুলোতে তারা তাদের গবাদিপশুর গো খাদ্য চরম সংকটে থাকেন। টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়। সেই সঙ্গে রান্না করার মতো জায়গা না থাকায় খাবার সহ বিভিন্ন সমস্যায় ভোগেন এসব এলাকার বাসিন্দারা।

গত বছরগুলোতে আগস্ট মাসের মধ্যেই বন্যা হলেও এ বছর এখনো বন্যাকবলিত হননি এলাকাবাসী। তবে গত মে মাসে যমুনার পানি একবার বিপৎসীমার কাছাকাছি উঠেছিল কিন্তু বিপৎসীমার অতিক্রম করেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক গণমাধ্যমকে বলেন, উজানের ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে এবং আগামী ৩ দিনের মধ্যেই পানি বিপৎসীমার কাছাকাছি অথবা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমাদের তথ্য অনুযায়ী, এ মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বগুড়ায় যমুনা নদীতে বন্যার আশঙ্কা রয়েছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD