কাশিমপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় জি এম এস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় অবস্থিত কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: কাশিমপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ধোঁয়া বের হতে দেখেই কারখানার অগ্নি নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে কাশিমপুর ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।








