Logo

জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৫৩
159Shares
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

নওগাঁর এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বিষয়টি প্রকাশ্যে আসার পর বিক্ষুব্ধ ছাত্রী ও শিক্ষার্থীরা তার ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ জানায় এবং দ্রুত বিচার দাবি করে।

অভিযোগ অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর দশম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পরে জোরপূর্বক চুম্বন করেন মোনায়েম হোসাইন। এ ঘটনা ছাত্রীটি সহপাঠীদের জানালে আরও বেশ কয়েকজন একই ধরনের হয়রানির শিকার হওয়ার কথা জানান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বহু ছাত্রী এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিন ভয়ে মুখ না খুললেও এবার তারা একযোগে প্রতিবাদে নেমেছে। তবে অভিযোগ পাওয়ার পরও মাদরাসা সুপার কোনো ব্যবস্থা নেননি।

২২ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষককে শিক্ষার্থীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযোগের জবাব দিতে ব্যর্থ হন। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি মাদরাসায় ইচ্ছেমতো ক্লাস নিতেন এবং সুপারকে নিয়ন্ত্রণে রাখতেন। ঘটনার পর থেকে তিনি মাদরাসায় আসছেন না।

অভিযোগ অস্বীকার করে মোনায়েম হোসাইন বলেন, “আমি উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী। তাই রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে অপপ্রচার চালানো হচ্ছে।”

বিজ্ঞাপন

এদিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন জানান, ভুক্তভোগীরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, নওগাঁ জেলা জামায়াতের আমির খ. মো. আ. রাকিব জানিয়েছেন, ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD