Logo

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে: সারজিস আলম পঞ্চগড়

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৪৫
39Shares
ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে: সারজিস আলম পঞ্চগড়
ছবি: সংগৃহীত

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদরে সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি মন্দিরে আর্থিক সহায়তাও প্রদান করেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা।

সারজিস আলম বলেন, আমাদের সনাতন ধর্মালম্বী ভাইবোনেরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং তাদের যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকা আমাদের দায়িত্ব। আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ, যেখানে কেউ বঞ্চিত হবে না, আবার কেউ অযাচিত সুবিধাও পাবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈষম্য থেকেই সম্পর্কের ফাটল তৈরি হয়। সেই দূরত্ব ঘোচাতে এনসিপি সবসময় মানুষের পাশে থাকবে।

তিনি আরও বলেন, অনেক এলাকায় এখনো সনাতন ধর্মাবলম্বীদের স্থায়ী মন্দির নেই। অনেক জায়গায় অস্থায়ীভাবে পূজা অনুষ্ঠিত হয়। এনসিপি এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে এবং সীমিত পরিসরে সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, উদার মানসিকতা নিয়ে যদি সবাই এগিয়ে আসে, তাহলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে: সারজিস আলম পঞ্চগড়