Logo

গাজীপুরে কক্সবাজারগামী পর্যটকবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৫৮
57Shares
গাজীপুরে কক্সবাজারগামী পর্যটকবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ
ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইল কলেজ গেটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সেভেন রিং কোম্পানির একটি সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় কেউ আহত হয়নি, তবে সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সকালে ট্রাকটি কলেজগেট রেলগেট পার হওয়ার সময় হঠাৎ রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন এসে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রেনের একটি এসি বগির দরজা ভেঙে যায়। ট্রেন কিছুদূর এগোয়ার পর থেমে যায়।

যাত্রী আরিফ হোসেন বলেন, "ট্রেন চালক আগে থেকেই ব্রেক করেছিলেন। নাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। আমরা সবাই আতঙ্কে ছিলাম, তবে অল্পের জন্য বেঁচে গেছি।"

বিজ্ঞাপন

রেলগেট কিপার স্বপন জানান, "আমি একপাশের গেট বন্ধ করেছিলাম। হঠাৎ ট্রাকটি রেললাইনের ওপর আটকে যায়। চেষ্টা করেও সরানো সম্ভব হয়নি। ওই সময় ট্রেন এসে ধাক্কা দেয়।"

ট্রাকচালক বলেন, "গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। বারবার চালু করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। তারপরই ট্রেন এসে ধাক্কা দেয়।"

প্রায় এক ঘণ্টার মধ্যে উদ্ধার তৎপরতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে রেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD