আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

সাভারের আশুলিয়ায় অবস্থিত আয়েশা গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন
রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে কারখানাটিতে আগুন লাগে।
খবর পেয়ে জিরাবো মডার্ন ও ডিইপিজেড ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
বিজ্ঞাপন
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানান, দুপুরের পর আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। জিরাবোর তিনটি ও ডিইপিজেডের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে, তা এখনও জানা যায়নি।