পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ উদযাপন

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরেও উদযাপিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ ২০২৫।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে সিঅফিস চত্বরে বর্ণাঢ্য র্যালি, হেলমেট বিতরণ, আলোচনা সভা ও সড়ক নিরাপত্তা বিষয়ক নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮–এর যথাযথ বাস্তবায়ন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ট্রাফিক বিভাগের উদ্যোগে জেলা পুলিশের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং পরে আলোচনা সভা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিটি চালক ও পথচারী যদি আইন মেনে চলে, তাহলে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।
তিনি সবাইকে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার আহ্বান জানান এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্কবার্তা দেন।
বিজ্ঞাপন
ট্রাফিক সপ্তাহের অংশ হিসেবে জেলা পুলিশ মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণসহ নানা সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে। এসময় সাধারণ জনগণের মাঝে সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং নিরাপদ সড়ক গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মোবারক হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম, ট্রাফিক টিআই (প্রশাসন) মো. মনিরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বিজ্ঞাপন
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা ট্রাফিক বিভাগ দিনব্যাপী ট্রাফিক চেকিং অভিযান পরিচালনা করে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সদস্যরাও ট্রাফিক পুলিশের সঙ্গে সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিন।