Logo

রেললাইনে হাঁটু পানি, ২ ঘণ্টা বিলম্বে ছাড়লো ট্রেন

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
১ নভেম্বর, ২০২৫, ১৩:১৯
10Shares
রেললাইনে হাঁটু পানি, ২ ঘণ্টা বিলম্বে ছাড়লো ট্রেন
ছবি: সংগৃহীত

রাতভর বৃষ্টির কারণে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকাসহ রেললাইনে পানি জমে থাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি ২ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছেড়ে গেছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) সকাল ৬টায় ছাড়ার কথা থাকা ট্রেনটি রেললাইনে পানি জমে থাকায় সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে যায়।

যাত্রীরা জানিয়েছেন, ঢাকা যাওয়ার পরিকল্পিত সময়সূচি ভেঙে গেছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ঠিক করেন।

বিজ্ঞাপন

আবু সাঈদ নামে আরেক যাত্রী করুন সুরে বলেন, আমার মায়ের অসুস্থতার কারণে চিকিৎসা করাতে ঢাকায় যাচ্ছি। কিন্ত রেললাইনে বৃষ্টির পানি জমে থাকার কারণে ট্রেন লেট হয়েছে। একদিকে রাতভর বৃষ্টি, অপরদিকে ট্রেন লেটের ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনমাস্টার শহিদুল আলম বলেন, সারারাত বৃষ্টির কারণে রেললাইনে পানি জমে ট্রেন বিলম্বিত হয়েছে।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনমাস্টার শহিদুল আলম বলেন, সারারাত বৃষ্টি হয়েছে, এতে রেললাইনে হাঁটু পানি জমে যায়। এমনকি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বিভিন্নস্থানে পানি জমে ছিল। তাই বনলতা এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ২ ঘণ্টা ১৫ মিনিট পর ছেড়ে যায়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম জানান, শহরের বিভিন্ন স্থানে ড্রেনের কাজ চলমান থাকায় হঠাৎ বৃষ্টিতে জলাবদ্ধতা হয়েছে। পানি মেশিনের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে, ড্রেনের কাজ শেষ হলে সমস্যা পুরোপুরি সমাধান হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD