Logo

নেত্রকোনায় মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২ নভেম্বর, ২০২৫, ১০:৪০
16Shares
নেত্রকোনায় মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
ছবি প্রতিনিধি।

নেত্রকোণার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। অভিযুক্ত ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, শনিবার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মোস্তফা মিয়া। হঠাৎ তার মানসিক ভারসাম্যহীন ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মোস্তফা মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD