নকলায় অনাবাদি জমিতে বস্তায় আদা চাষে বাড়ছে জনপ্রিয়তা

শেরপুরের নকলায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষে ঝুঁকছেন কৃষক। বাড়ির আঙিনা, পুকুর পাড়ে ও পরিত্যক্ত পতিত যেসব জায়গায় আগে ঘাস, আগাছা জন্মাত বা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় আদা চাষ করা হচ্ছে।
বিজ্ঞাপন
ভূরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছায়েদুল হক জানান, তাদের সংস্থার সদস্যদের অনেক পতিত জমি ফেলে রাখা হতো। কৃষি বিভাগের পরামর্শে গত বছর থেকে এসব জমিতে বস্তায় আদা চাষ শুরু করা হয়েছে। প্রথমে নিজেদের চাহিদা মেটানোর জন্য চাষ করলেও এখন তা বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা হচ্ছে। সামান্য পরিশ্রম ও নামমাত্র খরচ হওয়ায় পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরাও এ কাজে যুক্ত হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী বলেন, ‘বস্তায় আদা চাষ অধিক লাভজনক হওয়ায় উপজেলায় দিন দিন এপদ্ধতিতে চাষির সংখ্যা ও পরিমাণ বাড়ছে। আমরা কৃষকের পতিত জায়গায় বস্তায় আদা চাষ করার জন্য সহযোগিতা ও পরামর্শ প্রদান করে আসছি। আবাদি জমিতে আদা চাষ করলে তাতে মাটি বাহিত রোগের কারণে আশানুরুপ ফলন হয়না। তাই বস্তায় আদা চাষ পদ্ধতি দিন দিন নকলায় জনপ্রিয় হয়ে উঠেছে।’








