Logo

আরডিএ নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ব্যর্থ, পুলিশের হেফাজতে ৪

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
২ নভেম্বর, ২০২৫, ১১:০২
15Shares
আরডিএ নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ব্যর্থ, পুলিশের হেফাজতে ৪
ছবি: প্রতিনিধি

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিয়োগ পরীক্ষায় চতুর কৌশলে জালিয়াতির চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়লেন চারজন। প্রশাসনের সতর্ক নজরদারিতেই ফাঁস হলো পুরো নাটকীয়তা।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০টায় আরডিএর প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয় অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা, তবু চোখ এড়াতে পারেননি চার সন্দেহভাজন।

খোঁজ নিয়ে জানা যায়, পরীক্ষা চলাকালেই দুই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে আরডিএ প্রশাসন তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ধরা পড়ে জালিয়াতির সূত্র। সঙ্গে থাকা এক আত্মীয়সহ তিনজনকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে গুঞ্জন ওঠে—আরও একজন বাহিরে লুকিয়ে আছে। খবর পেয়ে পুলিশ তৎপর হয় এবং কিছুক্ষণের মধ্যেই তাকেও উদ্ধার করে হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন, শাপলা খাতুন, জিহাদ আফ্রিদি, মাইদুল ইসলাম ও ফারুক আহমেদ।

তদন্ত সূত্রে জানা গেছে, মাইদুল ইসলাম রংপুর জেলার বাসিন্দা এবং নিজেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমি শুধু দেখতে এসেছিলাম।’

বিজ্ঞাপন

আরডিএ সূত্র জানায়, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করেন ৫ হাজার ৮১৯ জন, লিখিত পরীক্ষায় অংশ নেন ৯৫৮ জন, আর ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ৫৯ জন। অপরদিকে, অফিস সহায়ক পদে আবেদন করেন ৫ হাজার ২৭০ জন; লিখিত পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩২৯ জন এবং মৌখিক পরীক্ষায় অংশ নেন ৬৫ জন প্রার্থী।

আরডিএ মহাপরিচালক ড. এ. কে. এম. অলি উল্যা বলেন, ‘পরীক্ষা চলাকালে ভুয়া প্রমাণিত হওয়ায় দুইজনকে আটক করা হয়। তাদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সন্দেহে চারজনকে থানায় হেফাজতে রাখা হয়েছে। তদন্ত চলছে।

বিজ্ঞাপন

অন্যদিকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ‘রাত ১২টা পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, না হলে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD