নদীর মধ্যেই দুই নৌকার জেলেদের মারপিটে নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে বিমল ওরফে তেঁতুল হলদার (৬০) নামে একজন নিহত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোহালা নদীতে জাল ফেলা নিয়ে বিরোধ সৃষ্টি হলে দুই নৌকার জেলেদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
এতে বিমল ওরফে তেঁতুল হলদার আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গেলে শুক্রবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তেঁতুল হলদার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হলদার পাড়ার বাসিন্দা।
বিজ্ঞাপন
নিহত তেঁতুল হলদারের ছেলে আকাশ ও ভাতিজা কৃষ্ণ হলদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোহালা নদীতে একই জায়গায় জাল ফেলতে গিয়ে প্রতিবেশী হরেন হলদার, প্রবাস হলদার ও রিপন হলদারের সাথে বিরোধ সৃষ্টি হয়। রাতে নদীর মধ্যেই দুই নৌকার জেলেদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
এ মারপিটে বিমল ওরফে তেঁতুল হলদারের মাথা ফেটে গেলে রাতেই হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে আনলে সকালে আবারও অসুস্থ হয়ে পড়ে। এদিন হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি মো: আছলাম আলী জানান, ঘটনাস্থলেই আছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








