বন্ধুর গায়ে হলুদের আসর থেকে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ফরহাদ হোসেন ইফতি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার বিকেলে থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত (৭ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরহাদ হোসেন ইফতি উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাঁজবি এলাকার আব্দুর সাত্তারের ছেলে। বর্তমানে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা ডাকবাংলা এলাকার তিনি বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিয়াম মিয়া নামে এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে যায় ফরহাদ হোসেন ইফতি।
বিজ্ঞাপন
পুলিশের কাছে সোর্স মারফত খবর আসে ছোট ফাউসা এলাকায় ওই বন্ধুর গায়ের হলুদের অনুষ্ঠান শেষে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল ফাউসা পূর্বপাড়া এলাকায় বড় ধরনের অপরাধ করার জন্য জড়ো হচ্ছে। এমন খবরে পেয়ে ওই এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও শুধুমাত্র ফরহাদ হোসেন ইফতিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেহ তল্লাশিতে করে কোমরে থাকা একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ হোসেন ইফতি কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া ফরহাদ হোসেন ইফতির বিরুদ্ধে এর আগেও ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মাদক মামলা রয়েছে।








