দিনাজপুরে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে ডুবে ঠাকুর মনি দেবনাথ রুদ্র (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিন্দ রায় বিষ্ণু (১৪) নামে সহপাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের চত্বরের পুকুরে এ ঘটনা ঘটেছে। নিহত ঠাকুর মনি দেবনাথ বিরল উপজেলার তরঞ্জা গ্রামের স্কুল শিক্ষক শ্যামল দেবনাথের ছেলে ও ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণির ছাত্র এবং আহত অনিন্দ রায় বিষ্ণু কাহারোল উপজেলার উজিতপুর গ্রামের নিত্য চন্দ্র রায়ের ছেলে। সে একই শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রায় ৪/৫জন সহপাঠী ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সাথে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়।
বিজ্ঞাপন
এ সময় ঠাকুর মনি দেবনাথ ও অনিন্দ রায় পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘসময় সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঠাকুর মনি দেবনাথ কে মৃত ঘোষণা করেন।
অপর সহপাঠী চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে মৃতের বাবা শ্যামল দেবনাথ সাংবাদিকদের মৌখিক অভিযোগ করে জানান,তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অব্দুল গফুর জানান,ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন হবে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। এ ঘটনায় এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।








