Logo

মির্জাপুরে আওয়ামী লীগ নেতার জেল হাজতে মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২৭ নভেম্বর, ২০২৫, ১৭:৫৯
30Shares
মির্জাপুরে আওয়ামী লীগ নেতার জেল হাজতে মৃত্যু
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়ার জেল হাজতে মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল জেলা কারাগারের জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানান, বুধবার রাতে সুলতান মিয়া বুকে ব্যথা অনুভব করলে রাতেই তাকে হাসপাতালে নেয়া হয়।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালেই তিনি মৃত্যুবরন করেন। সুলতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে।

বিজ্ঞাপন

উল্লেখ্য গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দু’চোখ অন্ধ হয়।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

ওই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতা সুলতান মিয়াকে গ্রেফতার করে পুলিশ।গত প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন। সেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মির্জাপুরে আওয়ামী লীগ নেতার জেল হাজতে মৃত্যু