হবিগঞ্জের বাহুবলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে পণ্যবোঝাই সিলেটগামী একটি পিকআপ গাড়ির সহিত বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ চালক ও তার সহকারী নিহত হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।








