সিলেটে ৮ দলের সমাবেশ শুরু

সিলেটে আট দলের যৌথ সমাবেশ শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।
বিজ্ঞাপন
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতাদের।
বিভাগের বিভিন্ন জেলা থেকে আট দলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। সকাল থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা চলছে।
বিজ্ঞাপন
অংশগ্রহণকারী আট দল হলো— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
আট দলের নেতাকর্মীরা মনে করছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং নাগরিক অধিকারের প্রশ্নে এ সমাবেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
দুপুরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে।








