Logo

শরীয়তপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ

profile picture
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
৬ ডিসেম্বর, ২০২৫, ১৫:১১
20Shares
শরীয়তপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ
ছবি: প্রতিনিধি

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অক্ষম শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও অস্বচ্ছল, মেধাবী শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা পরিষদের উদ্যোগে গঠিত ‘শিক্ষা শারথী’ তহবিল থেকে এসব বিতরন করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তন এসব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।

বিজ্ঞাপন

ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি কেএম রাফসান রাব্বি, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মো: ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াসউদ্দিন আহমদের, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস ছোবাহান মুন্সি, উপজেলা সমাজসেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস ও শিক্ষক কাউসার আহম্মেদ।

অনুষ্ঠানে ২শ’অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ১২ জন শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার, ৮ জন খামারির মাঝে দুধ দোহানোর মেশিন দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে একজনকে ব্যাটারিচালিত ভ্যান, একজনকে বাচ্চাসহ ছাগল এবং একজনকে দোকানের মালামাল দেয়া হয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD