Logo

অবশেষে বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

profile picture
উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
৬ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪০
49Shares
অবশেষে বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে আট দিনের অপেক্ষার পর বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে অবশেষে নিহত শহিদুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ ‍ডিসেম্বর) বিকাল পোনে ৪টায় ভারতীয় পুলিশের কাছ থেকে লাশ বুঝে নেয় বাংলাদেশ পুলিশ।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম গয়েশপুর গ্রামের দুই সন্তানের জনক।

স্বজনদের একটাই মিনতি ছিল, ‘লাশটা ফেরত দিন, যেন শেষবারের মতো দেখতে পারি।

বিজ্ঞাপন

অবশেষে শনিবার দুপুরে চ্যাংখালী বর্ডার সীমান্তে শহিদুলের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করে বিজিবি ৫৮ ব্যটিলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদ হোসেন ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (ভারপ্রাপ্ত) রিপোন কুমার দাস সঙ্গে ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান।

বিজ্ঞাপন

স্বজনদের দীর্ঘ অপেক্ষা শেষ হলেও ফিরে এসেছে কেবল নিথর দেহ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD