কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

কুষ্টিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আটক হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে কুষ্টিয়া সদর থানা এলাকার হরিপুর সালদাহ এলাকা থেকে তাদেরকে আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃত আসামীরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরের বোয়ালদহ এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাহিন (৩৫), একই এলাকার জামুর ছেলে মো. জাকির (৩০), মৃত মোসলেমের ছেলে মো. ইসলাম (৫০)।
বিজ্ঞাপন
জানা যায়, সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্প ও কুষ্টিয়া মডেল থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হরিপুরের সালদাহ এলাকায় অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান ও ০৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ উল্লিখিত ৩ জন আসামীকে আটক করে। আটককৃত আসামীরা কুষ্টিয়া হরিপুর সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে অপরাধ কার্যক্রমের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত মো. আব্দুল আজিজ জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন








