Logo

কার্টুনের ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত পা

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
৬ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৪
37Shares
কার্টুনের ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত পা
ছবি: সংগৃহীত

তুরাগ নদের রেলসেতুর পাশে একটি পরিত্যক্ত কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় খণ্ডিত পা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী রেলওয়ে ব্রিজের উত্তর পাশে একটি পরিত্যক্ত কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের একটি পায়ের গোড়ালিসহ নিচের অংশ উদ্ধার করে পুলিশ।

টঙ্গী রেলওয়ে ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উদ্ধার পা পুরুষের নাকি নারীর এ মুহূর্তে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে আলামত পর্যালোচনায় দেখা গেছে, এটি খুব সম্প্রতি কাটা হয়েছে এবং কার্টনের ভেতর রক্তের দাগ তাজা ছিল। ধারণা করা হচ্ছে, ঘটনাটি আজই ঘটেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে এটি সম্পৃক্ত হতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘটনাস্থলে র‍্যাব, সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দল উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে। বিভিন্ন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে, যাতে দ্রুত রহস্য উন্মোচন করে দায়ীদের আইনের আওতায় আনা যায়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD