হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল রোডের ইজ্জত নগর নামক স্থানে ট্রাক চাপায় রূপজিত কর রাজু (৩২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মিরপুর- শ্রীমঙ্গল সড়কের ইজ্জত নগর এল.পি. গ্যাস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুপজিত কর রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং ইজ্জত নগর গ্রামের নিপেশ করের ছেলে।
বিজ্ঞাপন
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ভোরে রুপজিত কর প্রতিবেশী আরো দুইজনকে সাথে নিয়ে মিরপুর - শ্রীমঙ্গল সড়কের পাশ দিয়ে হাঁটতে বের হলে সকাল ৭টার দিকে ইজ্জতনগর এল.পি.গ্যাস পাম্প এলাকায় পৌঁছলে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
দুর্ঘটনায় রূপজিত কর রাজু ও ফুরঞ্জন কর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন কর কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রূপজিত কর রাজুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








