তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে কুপিয়ে হত্যা

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা রায় বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) ও স্ত্রী সুবর্ণা রায় (৬৫)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাবার শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের আঁধারে দুর্বৃত্তরা বাড়িতে গোপনে প্রবেশ করে দুই জনকেই কুপিয়ে হত্যা করেন।
বিজ্ঞাপন
রোববার (৭ ডিসেম্বর) সকালে বাড়ির কাজের লোক দীপক চন্দ্র রায় ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে মই দিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরে রক্ত অবস্থায় দেখতে পান বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও স্ত্রী সুবর্ণা রায়কে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসেন তারাগঞ্জ থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
এদিকে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়। তবে অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারাগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ছাইয়ুম হোসেন।








