গর্তটির গভীরতা প্রায় ২০০ ফুট, শিশুকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে টানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
গর্তটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট বলে জানা গেছে। এ পর্যন্ত পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় পাশেই প্রায় ৩০ ফুট গভীর গর্ত খনন করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ঘটনার ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটিকে এখনও উদ্ধার করা যায়নি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোরের পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শিশুটি পড়ে যায়। স্বাধীন নামের এই শিশুটি ওই এলাকার রাকিব উদ্দীনের ছেলে।
বিজ্ঞাপন
এর আগে তিনটি এক্সকেভেটর দিয়ে প্রাথমিক খননকাজ সম্পন্ন করা হয়। পরে খনন করা গর্ত থেকে সুড়ঙ্গ তৈরি করে শিশুটি যে নলকূপের গর্তে আটকে আছে সেখানে পৌঁছানোর চেষ্টা করছে উদ্ধারকারীরা। তবে পানি ও কাদার কারণে কাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি যে গর্তে পড়েছে তার পাশেই এক্সকেভেটর দিয়ে ৩০ ফুটের বেশি গভীর গর্ত খোঁড়া হয়েছে। সেখান থেকে রেসকিউ টিম সুড়ঙ্গ তৈরি করে নলকূপের মূল গর্তে পৌঁছানোর চেষ্টা করছে। ১৫০ থেকে ২০০ ফুট গভীর ওই নলকূপের যেকোনো অংশে শিশুটি আটকে থাকতে পারে।
বিজ্ঞাপন
ঘটনার পর বুধবার গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩০ ফুট পর্যন্ত ক্যামেরা নামিয়ে শিশুটিকে খুঁজে দেখেন। কিন্তু ওপর থেকে পড়ে যাওয়া মাটি ও খড়ের কারণে ক্যামেরায় শিশুটিকে দেখা যায়নি। তবে দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গিয়েছিল। এরপর কিছু সময় উদ্ধার অভিযান স্থগিত থাকলেও পরে তা পুনরায় শুরু করা হয়।








