Logo

রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
১১ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩২
5Shares
রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগীয় ইজতেমা মাঠে বয়স ও ঠান্ডাজনিত জটিলতায় এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলেই নিশ্চিত করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ইজতেমা মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।

রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে রংপুর বিভাগীয় ইজতেমা চলছে। ইজতেমার প্রথম দিন দুপুর পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইলের তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। তার জানাজা ইজতেমা ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত হবে।

ইঞ্জিনিয়ার আবুল হোসেন জানান, বয়স ও ঠান্ডাজনিত কারণে দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, শ্বাসকষ্টজনিত কারণেই দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD