Logo

গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়ে গেল নথি

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৬
10Shares
গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়ে গেল নথি
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোররুমে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরিহিত এক যুবক দেওয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে অগ্নিসংযোগ করে আবার পালিয়ে যায়।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ৪টার দিকে এই ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ওই যুবক গেটের পশ্চিম পাশের দেয়াল বেয়ে কার্যালয়ের ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর স্টোররুম থেকে আগুনের আলো ও ধোঁয়া দেখা যায়। এরপর সে দ্রুত গেট টপকে বাইরে বেরিয়ে যায়।

বিজ্ঞাপন

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মুখোশধারী ওই যুবক জানালার কাচ ভেঙে অথবা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় কার্যালয়ের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। আগুনের আঁচ টের পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। এতে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে তিনি ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিয়মিত নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে, তবে সময়মতো আগুন শনাক্ত হওয়ায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলছে।

এদিকে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD