Logo

অধ্যক্ষের বদলি স্থগিতের দাবিতে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৩
4Shares
অধ্যক্ষের বদলি স্থগিতের দাবিতে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ ও ইংরেজি বিভাগের প্রফেসর আফলাতুনের বদলির আদেশ স্থগিতের দাবিতে গাজীপুরে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা “স্থগিত চাই, স্থগিত চাই—অধ্যক্ষ আফলাতুন স্যারের বদলির আদেশ স্থগিত চাই” স্লোগান দিতে থাকেন। এতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, প্রফেসর আফলাতুন কেবল কলেজের প্রশাসনিক প্রধান নন, তিনি ইংরেজি বিভাগের নিয়মিত শিক্ষকও। সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকায় এই সময় তার বদলি হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের ক্ষতি হবে। এ কারণেই তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন বলে দাবি করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর আফলাতুন বলেন, “আমি নিয়মিত ইংরেজি ক্লাস নিচ্ছি এবং শিক্ষার্থীদের সামনে ইংরেজি পরীক্ষা রয়েছে। এই মুহূর্তে তারা আমার বদলি চান না। শিক্ষার্থীদের আবেদনের বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য আমি সচিবালয়ে এসেছি।”

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে বদলি হলে কিছু সুবিধা থাকলেও শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে তিনি বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।

বিজ্ঞাপন

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, শিক্ষার্থীরা প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তারা স্বেচ্ছায় অবরোধ তুলে নেয়।

অবরোধ চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD