Logo

১৫ মিনিটের বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১৩:৪৩
25Shares
১৫ মিনিটের বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

স্বল্প সময়ের বিঘ্নের পর রাজধানীর মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত মেট্রোরেল সেবা বন্ধ ছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে একটি তার নিক্ষেপের কারণে এই সাময়িক সমস্যা দেখা দেয়। পরে দ্রুত সেই তার অপসারণের কাজ সম্পন্ন করে দুপুর ১২টা ৫৫ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

বিজ্ঞাপন

ডিএমটিসিএলের অফিসিয়াল ফেসবুক পোস্টে জানানো হয়, দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় যাত্রী পরিবহন শুরু হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD