Logo

হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও ৫ দিন সময়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৬:০৫
হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও ৫ দিন সময়
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও পাঁচ দিন সময় দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) মামলাটির পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও নির্ধারিত সময়ে তা জমা দিতে পারেনি সিআইডি।

বিজ্ঞাপন

এ অবস্থায় তদন্ত সংস্থার পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে, গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ডিবি পুলিশের দাখিল করা অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে একই আদালতে নারাজি আবেদন করেন। আদালত ওই নারাজি মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা করা হয়। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় হত্যাচেষ্টা, হত্যার উদ্দেশ্যে গুলি, অপরাধমূলক ষড়যন্ত্র, বিপজ্জনক অস্ত্র ব্যবহার এবং অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) এ মামলায় একটি অভিযোগপত্র দাখিল করে। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়েছে।

ডিবির তদন্তে আরও উঠে আসে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালায়। তবে অভিযোগপত্র নিয়ে বাদীপক্ষের আপত্তির পর মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD