প্রাপ্ত কেন্দ্র : ১৩৩

আজমত উল্লা ৫৮০২৫, জায়েদা খাতুন ৬৮৮০০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৬ পিএম, ২৫শে মে ২০২৩


আজমত উল্লা ৫৮০২৫, জায়েদা খাতুন ৬৮৮০০
ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। এখন চলছে ভোট গণনা। নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি। 


এর মধ্যে ১৩৩ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ২৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন  ৬৮ হাজার ৮০০ ভোট।


আরও পড়ুন: ১২৩ কেন্দ্রে ১১ হাজার ভোটে এগিয়ে আছে জায়েদা


এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল না প্রার্থীদের। 


সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তবে দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কমে যায়।


জেবি/ আরএইচ