তুরস্কের প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ কাল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩


তুরস্কের প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ কাল
তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইয়েপ এরদোয়ান

আগামীকাল রবিবার তুরস্কের প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ করা হবে। দুই সপ্তাহের অপেক্ষা শেষ হচ্ছে কাল। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে— আরও পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইয়েপ এরদোয়ান থাকতে পারবেন কিনা।


তুরস্কে গত ১৪ মে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হয়। এতে মোট ভোটের ৪৯ দশমিক ৫১ শতাংশ ভোট পান এরদোয়ান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলো পান ৪৪ দশমিক ৫১ শতাংশ ভোট। যেহেতু তাদের কেউই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি ফলে এ নির্বাচন রান-অফে গড়ায়।


আরও পড়ুন: আবারও প্রেসিডেন্ট হলে যে উদ্যোগ গ্রহণ করবেন এরদোয়ান


তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (২৭ মে) এক প্রতিবেদনে জানিয়েছে রান-অফ নির্বাচন নিয়ে দেশটিতে তেমন উত্তাপ লক্ষ্য করে যাচ্ছে না। যেমনটি দেখা গিয়েছিল দুই সপ্তাহ।


ইস্তাম্বুলের তোফানের ৪৯ বছর বয়সী বাসিন্দা সোনার ওগোরলু বলেছেন, এটি অন্যরকম অনুভূতি। আমার মনে হচ্ছে নির্বাচন শেষ। কিন্তু রোববার আরেকটি নির্বাচন আছে। আমি অবশ্যই ভোট দেব।


আরও পড়ুন: আমরা অনেক এগিয়ে আছি: এরদোয়ান


দেশটির বেশিরভাগ ভোটার মনে করছেন ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানই আবারও প্রেসিডেন্ট হবেন।


সূত্র: আল জাজিরা