ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডিবি পুলিশ আহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩


ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডিবি পুলিশ আহত
ছবি: সংগৃহীত

সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এএসআই সুলতান মাহমুদ ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। 


শনিবার (২৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে গতকাল রাতে সাভারের জামশিং এলাকার শুক্কুরজান স্কুল সংলগ্ন অ্যামব্রোয়েডারীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু


আহত পুলিশ সদস্য ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। তিনি ছুরিকাহত অবস্থায় নিজেই ফার্মেসীতে গেলে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।


আহত এএসআই সুলতান বলেন, ওই সড়ক দিয়ে আমি প্রতিদিন ভাড়া বাসায় যাই। প্রতিদিনের মতো গতকাল রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলাম। ওই এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা আমাকে পিছন থেকে আঘাত করে। আমার মনে হয় তারা সুইচ গিয়ার ছুরি দিয়ে ছুরিকাঘাত করে।


আরও পড়ুন: রেস্টুরেন্টে খেতে গিয়ে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে রক্তাক্ত প্রেমিক


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, এএসআই সুলতান বাসায় ফেরার পথে তাকে পিছন থেকে হামলা করা হয়। পরে তিনি নিজেই আহতাবস্থায় ফার্মেসীতে গেলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।


জেবি/ আরএইচ/